মানিকছড়িতে প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে রেডক্রিসেন্টের সংবর্ধনা Twipra Jack Twipra Jack প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২১ খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যনিবাহী কমিটিকে সংবর্ধনা দিয়েছে যুব রেড ক্রিসেন্ট। শুক্রবার(২৭ আগস্ট) বিকাল ৪ টায় প্রেসক্লাব অডিটোরিয়ামে যুব রেড-ক্রিসেন্ট’র যুব প্রধান মো:আশরাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদ সদস্য ও মানিকছড়ি প্রেসক্লাব সভাপতি মো: মাঈন উদ্দীন,তিনি তার বক্তব্যে বলেন,সাংবাদিকরাই এই দেশের এবং উন্নয়নের বন্ধু।আপনারা যারা এই কাজের সাথে সম্পৃক্ত আছেন,সবাই দেশের জন্য,দেশের জনগণের জন্য নিরপেক্ষতার সাথে কাজ করবেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও রেড ক্রিসেন্ট’র আজীবন সদস্য আবদুল মান্নান, মো: রফিকুল ইসলাম, যুবলীগ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন,সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয় প্রমূখ। এসময় সভায় প্রেসক্লাবের নব-নির্বাচিত সকল সদস্যকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এসময় স্বাগত বক্তব্য রাখেন, যুব রেড ক্রিসেন্ট রক্ত বিভাগীয় উপ- প্রধান মো: আবু জাফর। অতিথিদের পাশাপাশি সভায় বক্তব্য রাখেন,যুব রেড ক্রিসেন্টের সাবেক উপ- প্রধান চিংওয়ামং মারমা। এছাড়া সভায় প্রেসক্লাবের সকল সদস্য, যুব রেড ক্রিসেন্টের সদস্যরা সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন। SHARES খাগড়াছড়ি বিষয়: