মালয়েশিয়ায় বাংলাদেশিরা নিয়োগকর্তা পাল্টাতে পারবেন Wasiq Ahmed Wasiq Ahmed প্রকাশিত: ২:৪৮ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০২০ প্রবাসী বাংলাদেশিসহ শ্রমিকদের নিয়োগকর্তা পরিবর্তন করার সুযোগ দিয়েছে মালয়েশিয়া। বুধবার (১৭ জুন) দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, চলমান কোভিড পরিস্থিতিতে বাংলাদেশ হাইকমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই প্রথম মঙ্গলবার (১৬ জুন) মালয়েশিয়া সরকারের সিনিয়র মন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি বিন ইয়াকুবের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার শহীদুল ইসলামের বৈঠক হয়। বৈঠকে দুই দেশের বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় বিশেষ করে প্রতিরক্ষা, শ্রমিক, বাণিজ্য, বাংলাদেশে বিনিয়োগ এবং কভিড পরিস্থিতিতে উভয়দেশের মধ্যে নবমাত্রায় কাজ করার বিষয়ে আলোচনা হয়। করোনাভাইরাসের এই দুঃসময়ে গুরুত্বপূর্ণ বিবেচনায় এই বৈঠকের সম্মতি দেওয়ায় বাংলাদেশের হাইকমিশনার শহীদুল ইসলাম মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীকে ধন্যবাদ জানান। SHARES প্রবাস বিষয়: