মাস্টার মাইন্ড স্কুলের শিক্ষার্থী ধর্ষণ ও হত্যার দায় স্বীকার ফারদিনের Showhardo Shuvo Showhardo Shuvo প্রকাশিত: 2:07 PM, January 8, 2021 কলাবাগানে স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেছে অভিযুক্ত ফারদিন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দার স্বীকার করে নেয়। ঘটনার সূত্র থেকে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে অর্ণা তার বাসা থেকে কোচিং সেন্টারের উদ্দেশ্যে বের হয়। এ সময় তার এক বান্ধবী তাকে ডলফিন গলিতে নিয়ে যায়। সেখান থেকে মূল অভিযুক্ত ফারদিন ও তার তিন সহচর তাকে তাদের বাসায় নিয়ে যায় এবং একের পর এক ধর্ষণ করে। তার অবস্থায় আশঙ্কাজনক দেখে তারা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত কিশোরী নাম আনুশকা আমিন অর্ণা। মাস্টার মাইন্ড স্কুলের ‘ও লেভেল’ এর শিক্ষার্থী। এ ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত ফারদিনসহ ৪ জনকে আটক করেছে। SHARES নারী ও শিশু বিষয়: