মিতালী -সুলেখা আক্তার শান্তা । Shuruj Bonpara Shuruj Bonpara প্রকাশিত: 1:59 PM, December 21, 2020 মিতালী হাজারো জনতার ঢলে পেয়েছি তোমাকে। পুস্প মিতালী ডেকেছে আমাকে। ভালবাসার রঙ ছড়িয়েছে চারিদিকে। এ যেন হৃদয়ে জেগেছে প্রেমের আবেশ। এমন সময় তুমি দিলে ভালোবাসার হাতটি বাড়িয়ে। ছিলে না যখন তুমি ছিলাম না আমার মাঝে আমি। পেয়েছি তোমাকে, মনের প্রশান্তি ফিরে এলো আমার মাঝে। উজ্জ্বল প্রদীপ আলো দেয় আমাকে। উতলা হাওয়ায় বইছে মনে। প্রেমের আবেশে হৃদয় হৃদয়ের কাছে দেয় ধরা। ভালোবাসা ছায়া ঘিয়ে রেখো আমায় বন্ধন ছেড়ে, যাবনা রেখে তোমায়। একসাথে চলবো আমরা এক পথে। দু’জন দু’জনার ভালোবাসার মাঝে বেঁচে থাকবো মরণের পরেও। SHARES বিনোদন বিষয়: