মেরীগাছা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণী ছাএীকে আটকে রাখার অপরাধে লিটন আটক। Shuruj Bonpara Shuruj Bonpara প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৩ মেরীগাছা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণী ছাএীকে আটকে রাখার অপরাধে লিটন আটক। নিজস্ব প্রতিনিধি।নাটোরের বড়াইগ্রামের নগর ইউনিয়নের মেরীগাছা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাএীকে আটকে রাখার অপরাধে লিটন নামের একজনকে আটক। এলাকাবাসী জানান, মেরিগাছা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ছাএী গতকাল সোমবার স্কুল বিরতির পর বাড়িতে যাবার পথে জোর করে লিটন ও তার মা ময়না খাতুন মুখ চেপে ধরে লিটনের বাড়িতে নিয়ে যায় এবং তিন ঘন্টা সময় আটকে রাখে। লিটন একজন নেশাগ্রস্ত।স্কুল ছুটির পরে মেয়েটি বাড়িতে না আসলে মেয়ের মা বাবা খোজাখুজির এক পর্যায়ে অভিযুক্ত লিটনের বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করে,উক্ত ঘটনাটি মেয়ের বাবা স্কুল কর্তৃপক্ষকে জানালে আজ মঙ্গলবার এক সালিশের মাধ্যমে স্কুলের প্রধান শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষ টাকার বিনিময়ে মিমাংসার চেষ্টা করে লোক জানাজানি হয়ে গেলে পরে থানার ফোন দিলে পুলিশ আসলে অভিযুক্ত লিটনকে থানায় নিয়ে যায়। প্রধান শিক্ষককে ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি। বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করেন এবং বলেন, এই পযর্ন্ত কোন অভিযোগ দায়ের হয়নি। SHARES প্রচ্ছদ বিষয়: