মোদি অমিত শাহের জনসভা

প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০২১

বাংলাকে এবার পাখির চোখ করেছে বিজেপি। তাই ঘনঘন রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জেপি নাড্ডারা। ৭ মার্চ ব্রিগেডের পর রাজ্যে আরও একাধিক সভা করবেন মোদি। জানা যাচ্ছে অন্তত ২০ টি জনসভা করতে পারেন মোদি, ৫০ টি জনসভা করতে পারেন অমিত শাহ।
ফেব্রুয়ারির শেষ রবিবার বাম–কংগ্রেসের ব্রিগেড দেখেছে রাজ্যবাসী। আর মার্চের প্রথম রবিবার কলকাতা দেখবে মোদির ব্রিগেড। গেরুয়া শিবির ব্রিগেড ভরাতে মরিয়া। শুভেন্দু অধিকারী বলেই দিয়েছেন, ৭ মার্চের ব্রিগেড ভরাতেই হবে। তাঁর দাবি, অন্তত ২০ লক্ষ মানুষের জমায়েত হবে সেদিন। মোদির ব্রিগেড সফল করতে রাজ্যের প্রতিটি বুথ থেকে লোক আনতে চায় গেরুয়া শিবির। তার জন্য বুথ স্তরে জনসংযোগ বাড়াতে বলা হয়েছে। জোর দিতে বলা হয়েছে বাড়ি বাড়ি গিয়ে প্রচারে।