ম্যাচ বাতিল করলো ম্যানচেস্টার ইউনাইটেড News Publisher News Publisher প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, জুন ১১, ২০২০ করোনা যেন পিছুই ছাড়ছে না ইউরোপের। করোনার প্রকোপ কমে যাওয়ায় মাঠে খেলা ফেরারব্যাপারে আশাবাদী ছিলো উয়েফা। তবে কোনভাবেই শুরু করা যাচ্ছে না খেলা।এবার দুঃসংবাদ দিলো ম্যান-ইউ। প্রতিপক্ষ দলের কোচ করোনা আক্রান্ত হওয়ায় ইংলিশ প্রিমিয়র লীগ শুরুর আগে প্রস্তুতি ম্যাচ বাতিল করল ম্যানচেস্টার ইউনাইটেড। লকডাউনের পর পুনরায় প্রিমিয়র লীগ শুরুর আগে দলগুলিকে পরস্পরের মধ্যে প্রীতি ম্যাচ খেলে নিজেদের তৈরি করার অনুমতি দিয়েছে লীগ কর্তৃপক্ষ। গতকাল বুধবার ইউনাইটেডের অনুশীলন মাঠ ক্যারিংটন ট্রেনিং গ্রাউন্ডে ইংলিশ চ্যাম্পিয়নশিপের দল স্টোক সিটির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মাঠে নামার কথা ছিল ওলে গানার সুলশারের দলের। ম্যাচের আগের দিন মঙ্গলবার স্টোক সিটির অনুশীলন চলার সময় খবর আসে দলটির কোচ মাইকেল ও’নিল করোনায় আক্রান্ত। দ্রুতই ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেয় দু’দল। এর আগে গত পাঁচবারের ডাক্তারী পরীক্ষায় করোনামুক্ত ছিলেন এই আইরিশ কোচ। তবে ষষ্ঠবার টেস্ট করা হলে তাঁর নমুনা পজিটিভ আসে। করোনার প্রকোপে বন্ধ হওয়ার পর আবারো ইংলিশ প্রিমিয়ার লীগ মাঠে ফিরছে ১৭ই জুন। রেড ডেভিলদের প্রথম ম্যাচ আরো দু’দিন পর, প্রতিপক্ষ টটেনহ্যাম হটস্পার। ২৯ ম্যাচে ১২ জয় ও ৯ ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে ইউনাইটেড। তাদের চেয়ে তিন পয়েন্টে এগিয়ে চারে চেলসি। ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। তিনে থাকা লেস্টারের পয়েন্ট ৫৩। SHARES খেলাধুলা বিষয়: