যবিপ্রবিতে আজ তিন জেলার ৩৬ জনের করোনা শনাক্ত Showhardo Shuvo Showhardo Shuvo প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২১ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে আজ ০৭ এপ্রিল, ২০২১ করোনা টেস্টের ফলাফলে, তিন জেলার মোট ১২৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ৯২ জনের নেগেটিভ ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে, যশোরের ১০১ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের, মাগুরার ১৪ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের ও নড়াইলের ১৩ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। যবিপ্রবির জিনোম সেন্টারের করোনা পরীক্ষণ দলের সদস্য ও অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন। SHARES যশোর কর্ণার বিষয়: