যশোরের আইয়ুব গেট Wasiq Ahmed Wasiq Ahmed প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, মে ২৫, ২০২০ যদি আপনার বাসা যশোরে হয় আর আপনি এই পিলার ২ টা আপনি না চিনে থাকেন তাহলে আপনার জন্য সমবেদনা থাকলো। তো আপাত দৃষ্টিতে এটিকে দুইটা পিলার মনেও হলেও এটির ঐতিহাসিক ভিত্তি সম্পর্কে জানলে আপনি অবাকই হবেন। এটি আইয়ুব খান গেট নামে পরিচিত। হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এটি পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খানের নামেই।।। বাংলাদেশের বয়স পেরুলো আজ ৪৯ বছর। স্বাধীনতার এত বছর পরেও আজ্ও এই তোরণটি তার ঐতিহ্য নিয়ে সদর্পে দাড়িয়ে আছে। ১৯৬২ সালে যখন আইয়ুব খান বেসিক ডেমোক্রেসি চালু করেন তখন যশোর ডিস্ট্রিক বোর্ড বর্তমানে যেটি জেলা প্রসাশন অফিস এ একটি মিটিং আয়োজন করেন সেই উপলক্ষে তোরণ দুটি নির্মাণ করা হয়। এর মধ্যে বুড়ি ভৈরব পানি শূন্য হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। কিন্তু তোরণ দুটি সগৌরবে দাড়িয়ে আছে। – সাগর তপু SHARES যশোর কর্ণার বিষয়: