যশোরের হুদারাজাপুরে বাস উল্টে এক কিশোর নিহত Showhardo Shuvo Showhardo Shuvo প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২০ যশোরের হুদারাজাপুর নামক স্থানে যাত্রীবাহী বাস উল্টে অজ্ঞাত (১০) এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 10 জন। আহতদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসীর সূত্রে জানা যায়, দুর্ঘটনাকবলিত বাসটি মাগুরা থেকে যশোরের উদ্দেশ্যে যাচ্ছিল। দুপুর আড়াইটার দিকে বাসটির যশোর সদর উপজেলার রাজাপুর নামক স্থানে পৌঁছালে অপর একটি গাড়িকে সাইড দিতে গিয়ে রাস্তার নিচে নেমে যায়। এরপর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় ওই কিশোর নিহত হয় ও দুর্ঘটনাকবলিত গাড়িটির অন্তত ১০ জন যাত্রী আহত হয়। আশেপাশের লোকজন ছুটে এসে দুর্ঘটনাকবলিত গাড়িটির যাত্রীদেরকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। SHARES যশোর কর্ণার বিষয়: