যশোরে যশোর কমিউনিটির কম্বল বিতরণ Wasiq Ahmed Wasiq Ahmed প্রকাশিত: 4:38 PM, December 24, 2020 গতকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত যশোর সদর, অভয়নগর এবং চৌগাছায় অসহায় শীতার্তদের মাঝে Jashore Community যশোর কমিউনিটি এর পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়। কার্যক্রমে অংশ নেন ফেরদৌস পরশ, রেজোয়ান বাশার সোহান, জাহিদ, ফয়সাল, সঞ্জিত চক্রবর্তী সহ প্রমুখ ব্যক্তিবর্গ। ফেরদৌস পরশ বলেন, রাতের বেলা রাস্তায় থাকাদের আমরা অগ্রাধিকার দিয়েছি। আমাদের কার্যক্রম কয়েক ধাপে সম্পন্ন হবে ইনশাআল্লাহ। SHARES যশোর কর্ণার বিষয়: