যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত রোঃ পিপি সুজন মাহমুদ এর নানী ও মামা, বোন জীবনযুদ্ধে

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২১
যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত রোঃ পিপি সুজন মাহমুদ এর নানী ও মামা, বোন জীবনযুদ্ধে

    যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত রোঃ পিপি সুজন মাহমুদ এর নানী ও মামা, বোন জীবনযুদ্ধে

রোটারি ক্লাব অব যশোর এর সাধারণ সম্পাদক এক্স রোঃ পিপি রোটারিয়ান মেহেদী ও রোটার‌্যাক্ট ক্লাব অব যশোর ইস্ট এর সাবেক সভাপতি রোঃ সুজন মাহমুদ এর নানী (৭৫) , ছোট মামা (৪৫) শরিফুল ইসলাম ও মামাত বোন (০৪) আজ সকালে নাভারণ-সাতক্ষীরা হাইওয়েতে জামতলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। মাটিভর্তি ট্রাকের ধাক্কায় তাদের মোটরসাইকেল দুর্ঘটনায় পরে। পরে চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে শরিফুল ইসলাম এর মা মারা যান। আর শরিফুল ইসলাম একটু আগে ২টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মা ও ছেলের মৃত্যুর শোক পরিবারের উপর শোকের ছায়া এনেছে। এখনো চিকিৎসাধীন অবস্থায় ইবনেসিনা হাসপাতালে ভর্তি আছেন মরহুম শরিফুল ইসলাম এর ছোট মেয়ে।