যশোর কমিউনিটির ঈদ সামগ্রী বিতরণ News Publisher News Publisher প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, মে ১২, ২০২১ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যাকাত ফান্ড থেকে ঈদ উপহার সামগ্রী পৌছে দেয়া হয় কিছু পরিবারের নিকট। আমরা চেষ্টা করেছি যাকাত পাওয়ার হকদারদের কাছে এই উপহার সামগ্রী পৌছে দেয়ার জন্য। যশোর কমিউনিটির সভাপতি ডাঃ মোঃ রাইয়ান হাসার এর নির্দেশনায় এই কার্যক্রম সরাসরি তত্ত্বাবধান করেন সাধারণ সম্পাদক ফেরদৌস পরশ এবং অর্থ সম্পাদক শিবলী রানা। যশোর কমিউনিটি যেন মানুষের জন্য আরো ভাল ভাল কাজ করতে পারে সেজন্য তারা সকলের দোয়া চেয়েছেন। SHARES যশোর কর্ণার বিষয়: