যশোর কমিউনিটি নিয়ে একজন শুভাকাঙ্ক্ষীর প্রতিক্রিয়া

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৩

যশোর কমিউনিটি এমন‌ একটা গ্রুপ যেখানে সমসাময়িক সকল সমস্যা আর সুবিধা তুলে ধরা যায়। এখানে সমস্যাগুলো ফলাও করে তুলে ধরা যায়, সবাইকে সচেতন করা যায়, প্রয়োজন মেটানো যায়। তাই আমরা এভাবে সবাই একে অন্যের সহযোগিতা করলে আমাদের সমস্যাগুলো দ্রুত সমাধান করা যাবে‌। এছাড়া গুরুতর সমস্যায় এডমিন এবং আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণেরও নজির রয়েছে। প্রত্যেকটা পোস্ট এডমিন মডারেটরগণ যাচাই-বাছাই করেই এপ্রুভ করেন। তাই আমাদের নিজ নিজ অবস্থান থেকে যতটুকু সম্ভব এড়িয়ে না গিয়ে আমরা এই আমাদেরকে সহযোগিতা করবো। আজকে আমি কাউকে সহযোগিতা করলে কাল আমার সমস্যায় অন্যকেউ আমাকে সহযোগিতা করবে। এই মানসিকতায় আসুন আমরা গ্রুপটাকে ইফেক্টিভ কাজে ব্যবহার করি।❤️❤️

 

– মো: গোলাম মোস্তফা

ফেসবুক থেকে সংগৃহীত