যশোর বিমানবন্দর আন্তর্জাতিক হচ্ছে

প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২১

আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে যশোর বিমানবন্দর ।

বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলম জানিয়েছেন, ঢাকার বাইরে বেশ কয়েকটি বিমানবন্দর আন্তর্জাতিক হয়েছে।

কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক উন্নীত করা হয়েছে সর্বশেষ। আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণ প্রক্রিয়াধীন যশোর বিমানবন্দরও।
বৃহস্পতিবার সকালে ইউএস বাংলা এয়ারলাইন্সের উদ্যোগে যশোর থেকে চট্টগ্রাম ও কক্সবাজার সরাসরি ফ্লাইট চালু উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

সুন্দরবন শুধু বাংলাদেশের নয়, সারাবিশ্বের মধ্যে গৌরবের সুন্দরবন।

মন্ত্রণালয়ের আমি দায়িত্ব গ্রহণের পর বুয়েটকে দিয়ে সুন্দরবনে সার্ভে করিয়েছি।

ব্রিটিশ ভারতের প্রথম কালেক্টরেট যশোরে। এই জেলার ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। যশোরের ফুল, সবজি বিখ্যাত।

বাংলাদেশ সবাইকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন, যশোর-২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাসির উদ্দিন এবং ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার তাদের বক্তব্যে যশোর-কলকাতা ফ্লাইট চালুর দাবি জানান।

পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।