যশোর সদর পৌরসভার অতীত অনিয়মের ফিরিস্তি নিয়ে হাজির হলেন নতুন মেয়র হায়দার গনি খান পলাশ। News Publisher News Publisher প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২১ যশোর পৌরসভার নতুন মেয়র আজ প্রথম সভায় সাবেক মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন।। নতুন মেয়র অভিযোগ করেছেন যে সাবেক মেয়র পৌরসভার উন্নয়ন না করে নিজের উন্নয়ন এর দিকে বেশি মনযোগ দিয়েছেন। আর সেই জন্য আমার পৌরসভার কর্মাচারিরা দুই মাস বেতন পাই না। আমি এখন যে চেয়ারে বসবো সেটা আলপিনের মতো।মেয়র আরও বলেন।যশোর পৌরসভা এখন ৯১ কোটি টাকার দেনা।যেটা সাবেক মেয়রের কারনে।সাবেক মেয়র জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আর ববর্তমান মেয়র জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। এছাড়া আজকের প্রথম সভায় নতুন কাউন্সিলরা উপস্থিত ছিলেন। সভাই কোন বিষয় সিদ্ধান্ত নেওয়া হই নি। SHARES প্রচ্ছদ বিষয়: