যাত্রী নেই, আজও উড়তে পারেনি বিমান বাংলাদেশ Wasiq Ahmed Wasiq Ahmed প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, জুন ৩, ২০২০ যাত্রী সংকটের কারণে আবারো ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার (৩ জুন) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুরে চারটি ফ্লাইট পরিচালনা করার কথা থাকলেও এগুলোর সবকয়টি বাতিল করা হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, বুধবার বিমান বাংলাদেশের সৈয়দপুর রুটে দুইটি, সিলেট রুটে একটি এবং চট্টগ্রাম রুটে একটি ফ্লাইট পরিচালনা করার কথা ছিল। তবে সবগুলো ফ্লাইট বাতিল করা হয়েছে। এর আগে মঙ্গলবার বিমান বাংলাদেশের ঢাকা থেকে চট্টগ্রাম রুটে দুইটি, সিলেটে দুইটি ও সৈয়দপুরে তিনটিসহ মোট সাতটি ফ্লাইট বাতিল হয়। করোনাভাইরাসের কারণে দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর অভ্যন্তরীণ তিন রুটে ১ জুন থেকে ফ্লাইট চলাচল শুরু হয়। প্রথমদিন ফ্লাইট পরিচালনা করলেও দ্বিতীয় দিন মঙ্গলবার ও আজ বুধবার যাত্রী সংকটের কারণে কোনো ফ্লাইট পরিচালনা করতে পারেনি বিমান। SHARES পর্যটন বিষয়: