রবিবার যশোরে করোনা আক্রান্তের সংখ্যা একশ ছাড়ালো Showhardo Shuvo Showhardo Shuvo প্রকাশিত: ৬:৪৯ পূর্বাহ্ণ, জুন ৭, ২০২১ যশোরে করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে রবিবার(০৬ জুনে) যশোরে করোনা আক্রান্তের সংখ্যা একশ ছাড়িয়েছে। ভারতফেরত একজনসহ ১০৬ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন শেখ আবু শাহীন। তিনি জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে রোববার যশোরের ২৮০ জনের নমুনা পরীক্ষা করে ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া, যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ৬৭ জনের অ্যান্টিজেন পরীক্ষায় ৩৩ জনের করোনা শনাক্ত হয়। তিনি আরও জানান, ৫ জুন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ভারত ফেরত একজনের করোনা শনাক্ত হয়েছে। তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩৩৮ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৫৩৩ জন। মৃত্যু হয়েছে ৮২ জনের। SHARES যশোর কর্ণার বিষয়: