র্যাবের পরিচয়ে ডাকাতির ঘটনায় এক নারীসহ সাতজনকে আটক করেছে পুলিশ – গাজীপুর মহানগর Abrar Atik Abrar Atik প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২২ গাজীপুর মহানগরের কুনিয়া পশ্চিমপাড়া এলাকায় র্যাবের পরিচয়ে সিকিউরিটি গার্ডকে জিম্মি করে মার্কেটে ডাকাতির ঘটনায় এক নারীসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ । এসময় নগদ টাকাসহ মালামাল উদ্ধার করা হয়। বুধবার (২৪ মার্চ) কেরানীগঞ্জ, সাভার ও টঙ্গীসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। জিএমপির উপ কমিশনার মোহাম্মদ ইলতুৎ মিশ জানান, গ্রেফতার কৃতরা আন্তজেলা ডাকাদলের সদস্যা । বিভিন্ন সময় গ্রেফতার হয়ে কারাগারে বসে একে অপরের সাথে পরিচয় লাভ করে । জেল থেকে বের হয়ে সংগঠিত হয়ে বিভিন্ন স্থানে ডাকাতি কার্যক্রম চালায়। সবশেষ গত ২১ মার্চ রাতে জিএমপি গাছা থানাধীন কুনিয়া পশ্চিম পাড়া এলাকায একটি মার্কেটের সিকিউরিটি গার্ডকে র্যাব পরিচয় দিয়ে জিম্মি করে। ১০/১২ জনের ডাকাত দল দোকানে থাকা প্রায় ৪ লাখ টাকার সিগারেট ও নগদ টাকা লুটিয়ে নেয় । এঘটনায় দোকান মালিক মামলা দায়ের করলে মামলার প্রেক্ষিততে অভিযান চালিয়ে ডাকাতির রহস্য উদঘাটন ও ডাকাতির সাথে জড়িত এক নারীসহ ৭ জনকে গ্রেফতার করা হয় ।অভিযান কালে ডাকাতি কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয় এবং লুন্ঠিত নগদ টাকা ও বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার করা হয় SHARES সারা বাংলা বিষয়: