লকডাউন শিথিল হচ্ছে মালদ্বীপে News Publisher News Publisher প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০ মালদ্বীপে দুই মাসের লকডাউন শিথিল হতে যাচ্ছে। ১৫ জুন থেকে অনুমতি ছাড়াই ঘরের বাইরে যেতে পারবেন রাজধানী মালের বাসিন্দারা। স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা। অভ্যন্তরীণ বিমানবন্দর খুলে দেওয়া হবে। রেস্তোরাঁ ও ক্যাফে টেকওয়ে ও ডেলিভারি সার্ভিসের শর্তে চালু হবে। লকডাউন শিথিল হলেও কারও বাসায় বেড়াতে যাওয়া নিরুৎসাহিত করছে স্বাস্থ্য সুরক্ষা সংস্থা। কোনো উন্মুক্ত এলাকায় একই সঙ্গে তিন জনের বেশি সমবেত হওয়ায় থাকছে নিষেধাজ্ঞা। SHARES আন্তর্জাতিক বিষয়: