লবণচরা থানা কর্তৃক ১২ কেজি গাঁজা সহ আটক ২

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২১

জাহিদ হাসানঃ

খুলনা মহানগরের লবণচরা থানাধীন মোহাম্মদনগর বিশ্বরোড এলাকা থেকে ১২ কেজি গাঁজা সহ ২ জন আসামী ও একটি পিকআপ আটক করা হয়েছে।

৯ই ডিসেম্বর বৃহস্পতিবার ১১:৩০ মিনিটে খুলনা মহানগরের লবণচরা থানাধীন দক্ষিণ মোহাম্মদনগর সাচিবুনিয়া বিশ্বরোড মোড়স্থ আওয়ামীলীগ অফিসের সামনে পাকা রাস্তার উপর হতে এসআই(নিঃ) মেহেদী হাসান মিশন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান ডিউটি কালীন ২ মাদক চোরাচালানকারীর নিকট হতে সর্বমোট (০৮+০৪)=১২ (বার) কেজি গাঁজা আটক করা হয়।

আটককৃতরা হলো, আসামী ১| মোঃ কাউসার ব্যাপারী (৩০), পিতা-হাজী আরজু ব্যাপারী, মাতা-আছিয়া বেগম, সাং-ঘুঞ্জুব মধ্যপাড়া, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা, আসমী ২| মোঃ সোহেল ব্যাপারী (২৫), পিতা-মোঃ আবুল কাশেম মিয়া, মাতা-রহিমা বেগম, সাং-উত্তর ত্রিশ, ইউনিয়ন-কোম্পানীগঞ্জ, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লাদ্বয়কে গ্রেফতার করা হয়। পলায়নকৃত আসামী ৩| মোঃ ইউসুফ (২৫) পিতা-অজ্ঞাত, সাং-কোম্পানীগঞ্জ, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা জব্দকৃত পিকআপ এর ড্রাইভার যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-২১-৩৯২৬। আসামী কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এবিষয়ে লবণচরা থানার অফিসার ইনচার সমীর কুমার সরকার বলেন, এ সংক্রান্তে লবণচরা থানায় এস আই মেহেদী হাসান মিশন বাদী হয়ে একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং-০৫, তারিখ-০৯/১২/২০২১ খ্রিঃ, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬ (১) সারণির ১৯ (খ)/৪১ রুজু করা হয়েছে।