লেবাননে আবার চালু হতে যাচ্ছে ‘রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর

প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, জুন ৪, ২০২০

লেবাননের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর ‘রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর’ পুনারায় চালু হতে যাচ্ছে। লেবানন মন্ত্রী পরিষদের গণপূর্ত মন্ত্রী মিশেল নাজ্জার রোববার জানান ২১ জুন বিমানবন্দরটি আবার চালু হবে।

নাজ্জারের বরাত হয়ে স্থানীয় মিডিয়া জানিয়েছেন,”৮ জুন বিমানবন্দরটি চালু হওয়ার কথা থাকলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাহা চালু করা হবে না। তবে ২১ জুন থেকে এটি চালু হবে এমনই আশা ব্যক্ত করেন।

বিশ্ব মহামারি করোনাভাইরাস (কোভিড ১৯) প্রাদুর্ভাব সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণে ১৮ মার্চ বৈরুত ’রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর এর সমস্ত বাণিজ্যিক ও বেসরকারী বিমান চলাচল বা সব কয়টি ফ্লাইট বন্ধ করে দেয় সরকার।