শান্তি চুক্তি ২৪বর্ষপূর্তি উপলক্ষে প্রস্তুতি সভা করেছে, খাগড়াছড়ি পার্বত্য জেলাপরিষদ Twipra Jack Twipra Jack প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১৮, ২০২১ খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৪ বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে। বুধবার সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আয়োজনে জেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।প্রস্তুতি সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ বশিরুল হক ভূঁঞা’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। এসময় বক্তারা বলেন, খাগড়াছড়ি জেলায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বসবাস। সকলে সম্মিলিত হয়ে সম্প্রীতির জেলাকে বর্ণিল সাঝে সশান্তিচুক্তি ২৪বছর পূর্তি উদযাপন করবো। সম্প্রীতির উযাপনের নিরাপত্তা লক্ষে সকল বাহিনী মাঠে থাকবে। আগামী ২ ডিসেম্বর শান্তি চুক্তির ২৪ বছর পূর্তি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু প্রতিকৃতিত্বে পুষ্পস্তবক অর্পণ এবং কেক কাটা,আলোচনা সভা,মাস্ক বিতরণ,স্ব-স্ব প্রতিষ্ঠানে আলোকসজ্জা,রোড শো,ব্যানার,ফেস্টুন ডিজিটাল ডিসপ্লে,খাগড়াছড়ি জেলার নানা উন্নয়ন চিত্র প্রচার প্রচারণা,ফানুস উড়ানো হবে। এসময় খাগড়াছড়ি রিজিয়নের জি টু আই মেজর মো: জাহিদ হাসান,জেলা অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা,অতিরিক্ত জেলা প্রশাসক ও উপ পরিচালক স্থানীয় সরকার শাখা আবু সাঈদ,সদর উপজেলা চেয়ারম্যান মো:শানে আলম,জেলা পরিষদে প্রধান নির্বাহী কর্মকর্তা টিটন খীসা,জেলা পরিষদ সদস্য হিরণজয় ত্রিপুরাসহ,সাংবাদিক,জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগের বিভাগীয় কর্মকর্তাও কর্মচারীরা উপস্থিত ছিলেন। SHARES খাগড়াছড়ি বিষয়: