শার্শার বালুন্ডায় ইজিবাইক চাপায় ৩ বছরের শিশু নিহত

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২২

রাকিব উদ্দিনঃ

যশোরের শার্শার বালুন্ডায় ইজিবাইকের চাকায় পিষ্ঠ হয়ে ৩ বছরের এক শিশুর মৃত্যু।

৯ই জানুয়ারী (রবিবার) দুপুরে শার্শার বালুন্ডায় রাস্তায় খেলতে গিয়ে চলন্ত ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে হুসাইন নামে এক ৩ বছরের শিশুর মৃত্যু হয়েছ।

সরজমিনে খবর নিয়ে জানা যায় প্রতি দিনের ন্যায় শিশু হুসাইন বাড়ির পাশে বন্ধুদের সাথে খেলছিলো। বাড়ির পাশেই জামতলা বালুন্ডা সংযোগ সড়ক থাকায় এর পাশে শিশুদের খেলাধুলাটা একটু ঝুঁকিপূর্ণ। সেকারণে এক সময় খেলতে খেলতে রাস্তায় আসে, তারই ফলস্বরূপ আজ দুপুরে রাস্তায় উঠতেই বালুন্ডা হতে ইচাপুর গামী ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই হুসাইনের মৃত্যু হয়।

নিহত হুসাইন বালুন্ডা উত্তর পাড়ার আব্দুল গফফারের ছোট ছেলে।
জানা যায় ইজবাইকটি ইছাপুর গ্রামের। ঘাতক ইজিবাইক চালককে আটক করেছে স্থানীয় জনতা।
তবে এ বিষয়ে থানায় কোন মামলা হয়নি,গোগা ও পুটখালী ইউনিয়নে দুই চেয়ারম্যান বিষয়টি মিট করবেন বলে জানিয়েছেন স্থানীয় কিছু সুত্র।