শার্শায় প্রাইভেট চালক সমিতির আয়োজনে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২১

আক্তারুল ইসলামঃ

যশোরের শার্শা উপজেলা সদর প্রাইভেট ষ্টান্ড চালক সমিতির আয়োজনে, ৪ সেপ্টেম্বর শনিবার বিকাল ৪ ঘটিকা সময়ে আনন্দ উপভোগ এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শার্শা সদর উপজেলা কলেজ মাঠে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলায় যে দুটি দল অংশ্রহণ করেন, তারা হলেন প্রথম সন্তান কন্যার পিতা চালক একাদশ দল ও প্রথম সন্তান পুত্রের পিতা চালক একাদশ দল।

উক্ত খেলায় এ সময় ফুটবল প্রেমী দর্শকরা খুবই আনন্দ সহিত খেলা উপভোগ করেন। খেলায় প্রথম সময়ে বিরতির আগে কোন দলই কোন গোল করতে পারেন নি কিন্তু পরবর্তী সময়ে খেলার প্রায় সময়ের দিকে ১-০ গোল দিয়ে এগিয়ে যায় প্রথম কন্যা সন্তান চালক পিতা একাদশ দল। পরবর্তী ১০ মিনিট ও অতিরিক্ত ৩ মিনিট সময় পেয়েও কোন গোল করতে পারেন নি প্রথম পুত্র সন্তান চালক পিতা একাদশ দল। অবশেষে জয়লাভ করে প্রথম কন্যা সন্তানের চালক পিতা লাল জার্সি পরিহিত একাদশ দল।

এসময় উক্ত খেলোয়াড় হিসেবে ছিলেন, গাড়ি চালক জাহাঙ্গীর হোসেন, কবির হোসেন, হামিম মিয়া, মইদুল মিয়া, শহিদুল হোসেন, হিরো মিয়া, শাহিন মিয়া, ইকবাল হোসেন, সোহেল মিয়া, মোঃ কিবরিয়া, শিমুল হোসেন , মোঃ বাবু, রুবেল হোসেন, জাকির হোসেন, মোঃ হামজার আলি, আমির হোসেন, শাকিল, মিরাজ হোসেন, শিমুল মোড়ল, রনি মিয়া, আশরাফুল মিয়া, রাজিব।