শার্শায় বর্ণাঢ্য আয়োজনে আ’লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৩

শার্শা প্রতিনিধিঃ

যশোরের শার্শায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (২৩জুন) বিকালে শার্শা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দোয়া,আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে শার্শা পাইলট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন হসপিটাল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ আওয়ামীলীগ শার্শা উপজেলা শাখার সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন বাবলুর সভাপতিত্বে এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামীলীগের শার্শা উপজেলা শাখার সহ-সভাপতি মিনহাজ উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য ও ঐতিহ্যবাহী নাভারণ ডিগ্রি কলেজের সভাপতি শার্শা উপজেলা কৃতি সন্তান নাজমুল হাসান।
এসময় প্রধান অতিথি বলেন,আওয়ামী লীগ সরকার দেশের সমৃদ্ধি এনেছে। সে সাথে বিশ্ব দরবারে মাথা উচু করে পরিচয় দেওয়ার অবস্থা সৃষ্টিসহ দেশ ও জনগণের উন্নয়নে কাজ করছে বলে মন্তব্য করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতে দ্বাদশ সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা মনোনয়ন দিবে তাকে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান আওয়ামী লীগ নেতাকর্মীদের।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামীলীগ শার্শা উপজেলা শাখার উপদেষ্টা আজগর আলী,আওয়ামীলীগ শার্শা উপজেলা শাখার সহ-সভাপতি আলহাজ আব্দুল লতিফ ধাবক.যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সরদার শাহরিন আলম বাদল,সাবেক ছাত্র নেতা ঐতিহ্যবাহী নাভারণ ডিগ্রী কলেজের সাবেক সভাপতি ফেরদৌসী চৌধুরী রাজু,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শার্শা উপজেলা যুগ্ন আহবায়ক হাজী মোহাম্মদ বাবলু,উপজেলা যুবলীগের আহবায়ক সাইদুর রহমান বিটন সহ আওয়ামী লীগও যুবলীগ, ছাত্রলীগএবং সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।