শার্শায় সেবিকাসহ ৪ জনের কোভিড-১৯ সনাক্ত Wasiq Ahmed Wasiq Ahmed প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, জুন ২১, ২০২০ বেনাপোল প্রতিনিধি।। শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সেবিকাসহ ৪ জনের দেহে কোভিড-১৯ পজেটিভ সনাক্ত হয়েছে। রোববার (২১ জুন) দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের ল্যাবে পাঠানো নমুনা থেকে এই চার জনের আক্রান্তের রিপোর্ট পেয়েছি বলে জানান শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী। আক্রান্তদের একজন শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা, অন্য তিন জনের বাড়ি বেনাপোলের কলেজপাড়া, দূর্গাপুর ও বড়আঁচড়া গ্রামে। করোনা আক্রান্তরা স্বাস্থ্য বিভাগের পরামর্শে নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। ওই এলাকা লকডাউন করা হয়েছে বলে জানান ইউসুফ। এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৪ জন। এর মধ্যে ১৭ জন চিকিৎসাধীন আছেন এবং ১৭ জন সুস্থ্য হয়েছেন। মঙ্গলবার শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নামাজগ্রাম ও দূর্গাপুর গ্রাম ও ৩ নম্বর ওয়ার্ড এবং শার্শা সদর ইউনিয়নের কাজিরবেড়, নাভারন রেলবাজার, উত্তর ও দক্ষিন বুরুজবাগান গ্রামকে ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে। SHARES যশোর কর্ণার বিষয়: