শার্শা সীমান্ত থেকে ৪শ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ী আটক Wasiq Ahmed Wasiq Ahmed প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০ শার্শা প্রতিনিধি।। যশোরের শার্শা শিকারপুর সীমান্ত থেকে ৪শ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ খোকন মিয়া(৩৬)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। আটক খোকন মিয়া শার্শার রামচন্দ্রপুর গ্রামের খেজমত আলীর ছেলে। শুক্রবার(১২ ই জুন) গোপন সংবাদের ভিত্তিতে শিকারপুর বিওপির কর্মরত হাবিলদার কবীর হোসেন এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনাকালে নারিকেলবাড়িয়া নামক স্থানের মাঠ থেকে ৪শ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ তাকে আটক করা হয়৷ ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সেলিম রেজা পিএসসি জানান,দীর্ঘদিন যাবত হুন্ডি, মাদক, চেরাচালান ও স্বর্ণ আটকের নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪শ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ খোকন মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়৷ তার বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। SHARES যশোর কর্ণার বিষয়: