শার্শা সীমান্ত দিয়ে পাচারের সময় ৮টি কাকাতোয়া উদ্ধার Admin Admin প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২১ শার্শা সংবাদদাতাঃ যশোরের শার্শার রুদ্রপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৮ টি কাকাতোয়া পাখি আটক করেছে বাংলাদেশ বিজিবি। ২৫ই আগষ্ট বুধবার ভোরে সীমান্ত এলাকা থেকে পাখি গুলো আটক করা হয়। যার মুল্য প্রায় ১২ লক্ষ টাকা। এ সময় কোন পাচারকারী আটক হয়নি। ২১ বিজিবি ব্যাটেলিয়ানের গোগা ক্যাম্পের সুবেদার মোস্তফা কামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, এক চোরাচালানী চক্র বাংলাদেশ থেকে কাকাতোয়া পাখি ভারতে পাচারের করার জন্য সীমান্তে অবস্থান করেছে। এমন সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে পাখি গুলো আটক করা হয়। তবে পাচারকারীরা আমাদের উপস্থিতি আগে থেকে বুঝতে পেরে পাখিগুলো ফেলে পালিয়ে যায়। আটক কাকাতোয়া পাখি গুলো ২১ বিজিবি ব্যাটেলিয়ান খুলনা হেডকোয়াটারে পাঠানো হয়েছে। SHARES বেনাপোল বিষয়: