শীর্ষ ২৫তম স্থানে বাংলাদেশ News Publisher News Publisher প্রকাশিত: ৩:৫২ পূর্বাহ্ণ, মে ২৪, ২০২০ বিশ্বজুড়ে ২২০টি দেশে রোনাভাইরাসে শনাক্ত করা হয়েছে। আর সেই দেশগুলোর মধ্যে ২৫তম স্থানে উঠে এলো বাংলাদেশ। বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৮৭৩ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। আর এতে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ৭৮ জনে। শনিবার দুপুর তিনটা পর্যন্ত ওর্য়াল্ডো মিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ছিল ৫৩ লাখ ২০ হাজার ৮৩৪ জন। মৃতের সংখ্যা ছিল ৩ লাখ ৪০ হাজার ২৬১ জন। বাংলাদেশের উপরে রয়েছে ২৪তম স্থানে থাকা সুইডেন। ইউরোপের দেশটিতে আক্রান্ত হয়েছে মোট ৩২ হাজার ৮০৯ জন। বাংলাদেশের পরেই রয়েছে সিঙ্গাপুর। মোট আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৬৮ জন। শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের মোট আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৪৫ হাজার ৩৫৩ জন। SHARES প্রচ্ছদ বিষয়: