শৈত্য প্রবাহ থাকতে পারে আরও দু’দিন Showhardo Shuvo Showhardo Shuvo প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১ চলতি শৈত্যপ্রবাহ আরও দুই অব্যাহত থাকতে পারে। এরপর তাপমাত্রা আবারও বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তারা জানান, চলতি শৈত্যপ্রবাহ আরও দুই দিন অব্যাহত থাকতে পারে। এরপর আবারও তাপমাত্রা বাড়বে। চলতি মাসে সাধারণত শীত থাকলেও শৈত্যপ্রবাহ চলমান এলাকার বাইরে খুব বেশি জায়গায় ছড়াবে না। গতকালের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আবহাওয়া অফিস জানায়, সাধারণত তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মৃদু শৈত্যপ্রবাহ, ৬-৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং এর নিচে নামলে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। গতকাল নওগাঁর বদলগাছীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৫ ডিগ্রি সেলসিয়াস। SHARES পরিবেশ ও জলবায়ু বিষয়: