শ্যামনগরে এমপি জগলুল হায়দারের উঠান বৈঠকে জনতার ঢল

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৩


এম কামরুজ্জামান শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ

বর্তমান আওয়ামী লীগ সরকারের সফলতা তুলে ধরতে সাতক্ষীরার শ্যামনগরে উঠান বৈঠক করেছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জগলুল হায়দার।
হাজার হাজার নারী পুরুষের উপস্থিতিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ও ১৫ই আগষ্টের জাতীয় শোককে শক্তিতে পরিনত করার লক্ষ্যে
রবিবার (২৭)আগষ্ট বিকালে শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছোটকুপট গ্রামের ঈদগাহ ময়দানে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সংসদ সদস্য জগলুল হায়দার সরকারের নানান উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং স্থানীয়দের সুখ-দুঃখ, চাওয়া পাওয়ার কথা মনোযোগ দিয়ে শোনেন।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ (বাবু), আটুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী কামরুল ইসলাম, সাধারন সম্পাদক সাধু রঞ্জন মন্ডল,উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক এস এম জাকির হোসেন, যুবলীগ নেতা অহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সদস্য রামকৃষ্ণ মন্ডল, হাসিম সরদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গাজী একরামুল হক লায়েস, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাহবুব বাবু, যুবলীগ নেতা শেখ সুজন, এস এম ফেরদাউস হায়দার, শ্যামনগর সরকারী কলেজ ছাত্রলীগ নেতা ফয়সাল হায়দার সহ উপজেলা ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগ নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণ ।