শ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে ইয়াবা সহ মাদক কারবারি মাসুদ আটক Admin Admin প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২২ এম কামরুজ্জামান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৯০ পিস ইয়াবাসহ মাসুম নামের এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কৈখালী ও বিসিজি স্টেশন কয়রার সদস্যরা। সোমবার ১৫ আগস্ট সন্ধ্যায় উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাদক কারবারির মোঃ মাসুম সরদার (২৫) শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গ্রামের মোঃ জামাল সরদারের ছেলে। মাসুম দীর্ঘদিন ধরেই ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক কেনাবেচার সাথে জড়িত বলে স্থানীয়রা জানান। জব্দকৃত ইয়াবাসহ আটক মাদক কারবারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ জানান এ ঘটনায় আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ মামলায় সাতক্ষীরা আদালতে সোপর্দ করা হয়েছে। SHARES আইন আদালত বিষয়: