শ্যামনগরে জাতীয় যুব দিবস-২২ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা Admin Admin প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২২ এম কামরুজ্জামান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা’র শ্যামনগরে”প্রশিক্ষিত যুব,উন্নত দেশে-বঙ্গবন্ধুর বাংলাদেশ”এই প্রতিপাদকে সামনে রেখে জাতীয় যুব দিবস-২২ উপলক্ষে রালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১লা নভেম্বর সকাল ৯.৩০ মিনিটে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণনাঢ্য র্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব) এস এম আজিজুল হককের সঞ্চালনায় মোবাইল ভার্চুয়ালের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন,ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জ্জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাকিল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলাম।আলোচনা শেষে প্রধান অতিথি বেকার যুবকদের মাঝে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করেন।এসময় আরো উপস্থিত ছিলেন প্রিন মিডিয়া ও সরকারি বেসরকারি সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। SHARES সাতক্ষীরা বিষয়: