শ্যামনগরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করলেন এসএম জগলুল হায়দার-এমপি

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২২


এম কামরুজ্জামান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা’র শ্যামনগরে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২২ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৯ নভেম্বর সকালে ১১ টায় উপজেলা মর্ডান স্কুল মাঠে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন,শ্যামনগর সহকারী কমিশনার(ভূমি) মোঃ আসাদুজ্জামান,বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জ্জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাকিল হোসেন সহ
সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, নাগরিক প্রতিনিধি, সাংবাদিক, মহিলা সমিতি, স্কুল, কলেজ, মাদ্রাসা,শিক্ষক, শিক্ষার্থী মেলায় অংশগ্রহণ করবেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমি সুপারভাইজার মিনা হাবিবুর রহমান।