শ্যামনগরে নিউজ সারাদিনের পক্ষ হতে কুরআন শরীফ বিতরণ

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, জুন ২১, ২০২৩


এম কামরুজ্জামান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা’র শ্যামনগরে অনলাইন পোর্টাল নিউজ সারাদিনের সম্পাদক,উপজেলা প্রেসক্লাব সহ-সভাপতি ও সদর ইউনিয়নের ইউপি সদস্য এস,কে সিরাজ এর পক্ষ হতে কুরআনের পাখির মাঝে কুরআন শরীফ বিতরণ করা হয়েছে।
বুধবার ২১ জুন সকাল ১০টায় জামেআ হাম্মাদিয়া মাদ্রাসা হল রুমে মাদ্রাসার মুহতামিম মুফতি মাওলানা মাওছুফ সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য ও কুরআন শরীফ বিতরণ করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব জিএম আকবর কবীর।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, সাংবাদিক আব্দুল কাদের,মনিরুজ্জামান মিশুক, ইয়াসিন মোড়ল প্রমুখ।
নিউজ সারাদিনের সম্পাদক তার বক্তব্যে বলেন, আমাকে যতদিন আল্লাহপাক পৃথিবীতে বাঁচিয়ে রাখবেন তোদিন আমি বিভিন্ন মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে থেকে কাজ করে যাব। এবং এতিমখানার কুরআনের পাখিদের মাঝে কোরআন শরীফ বিতরণ করবো।