ঢাকা, ৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ২০শে জিলকদ, ১৪৪৪ হিজরি

শ্যামনগরে ভূমিসেবা সপ্তাহ-২৩ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, মে ২২, ২০২৩

এম কামরুজ্জামান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা’র শ্যামনগরে ভূমিসেবা সপ্তাহ ২০২৩ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২২মে দুপুর ১২টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে র‍্যালিটি ভূমি অফিস থেকে শুরু করে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভূমি অফিসে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা ভূমি কমিটির সভাপতি ও নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)(ভারপ্রাপ্ত) মোঃ আজহার আলী’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ হাফিজুর রহমান।
অনলাইনে নামজারি করার বিষয় বিস্তারিত আলোচনা করেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সজল হোসেন,ও অনলাইনে ভূমি উন্নয়ন কর কিভাবে দেওয়া যায় এ বিষয়ে আলোচনা করেন কৈখালী ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা আয়নূল হক প্রমুখ।
উপজেলা ভূমি কমিটির সভাপতি তার সমাপনী বক্তব্য বলেন আজ থেকে সপ্তা ব্যাপী ভূমি সেবা কার্যক্রম চলবে। তারই আলোকে ১১টি ইউনিয়ন ভূমি অফিসের নিকটবর্তী বাজার গুলোতে ক্যাম্পিংয়ের মাধ্যমে প্রচারণা চালানো হবে। এ ছাড়া আজ থেকে প্রতিটি ইউনিয়নের মানুষকে সচেতন করার লক্ষ্যে মাইকিং করা হবে।