শ্যামনগরে মিথ্যা বানোয়া ও হেউ প্রতিপন্নমূলক মানববন্ধনের প্রতিবাদে রিপোর্টার্স ক্লাবে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, জুন ২০, ২০২৩

সাতক্ষীরা’র শ্যামনগরে মিথ্যা বানোয়া ও হেউ প্রতিপন্নমূলক মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৯ জুন বিকাল ৪টায় উপজেলা রিপোর্টার্স প্রেসক্লাব হলরুমে সাংবাদিক সম্মেলন পাঠ করেন,
উপজেলার রমজাননগর ইউনিয়নের ভৈরবনগর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে বিশিষ্ট সমাজসেব মোঃ আব্দুস সামাদ।
তার লিখিত বক্তব্যে বলেন, একই গ্রামের অশ্বিনী মন্ডল ও সন্ন্যাসী মন্ডল তাদের মধ্যে দীর্ঘদীন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এ ঘটনায় শ্যামনগর থানায়
বাদী হয়ে সন্ন্যাসী মন্ডল ৩১/২৫০ নং ও সাতক্ষীরা সহকারী জজ আদালতে দেওয়ানি ৮৭/২৩ নং মামলা রয়েছে। আমার কাছে উভয়পক্ষ বিষয়টি জানালে পক্ষদ্বয়কে নিয়ে বিষয়টি মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়েছি।
আমার উভয় পক্ষের সাথে কোন জমি যায়গা নিয়ে বিরোধ নেই এবং আমার কোন স্বার্থ নাই।
অথচ গত ১৮ জুন রবিবার ভৈরবনগর আতির মোড়ে অশ্বিনী মন্ডল এলাকার সকল হিন্দু সম্প্রদায়বৃন্দ ব্যানারে মানববন্ধন করে। উক্ত মানববন্ধনে অশ্বিনী মন্ডল ও তার স্ত্রী আমাকে ভূমিদস্যু ও আমার নেতৃত্বে অশ্বিনী মন্ডলকে বসতবাড়ি ও জমিজমা থেকে বিতাড়িত এবং তার বাড়ি আগুনে জালিয়ে দেওয়া সহ জীবন নাসের হুমকির কথা বলে হয়েছে। উক্ত বক্তব্যের সাথে আমি কোন সংযুক্ত নাই। উল্লেখ্য, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে উভয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিরোধ চলমান।
আপনাদের স্ব স্ব পত্রিকায় লিখনির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি করিতেছি।