শ্যামনগরে সর্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংকিং শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

এম কামরুজ্জামান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা’র শ্যামনগরে সফলতার ৪০ বছর পূর্তি ইসলামী ব্যাংকের উদ্যোগে সর্বজনীন কল্যাণে ব্যাংকিং শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৩০ মার্চ ৭ই রমজান বিকাল ৫টায় ব্যাংকের অফিস রুমে ইসলামী ব্যাংকের এফ.এ.ভি.পি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এস এম জগলুল হায়দার।
কোরআন তেলাওয়াত করেন,সিনিয়র অফিসার মোঃ রবিউল ইসলাম,স্বাগত বক্তব্য রাখেন,ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার অপারেশন মুহাম্মদ মিজানুর রহমান,মূল আলোচনা করেন,অফিসার মোঃ রবিউল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও নওয়াবেকী কলেজের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন,যুগ্ন-সাধারণ সম্পাদক প্রভাষক মোশারফ হোসেন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর,থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল,বিশিষ্ট ব্যবসায়ী এস এম আফজালুর রহমান,নকিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড়.আব্দুল মান্নান,কাঁঠালবাড়ীয়া এ জি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জারুল ইসলাম প্রমুখ।
মাহে রমজানের তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও দোয়া পরিচালনা করেন বিনিয়োগ অফিসার মোঃ সাইফুল ইসলাম।এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যাংকের গ্রাহক বৃন্দ,শত শত ধর্মপ্রাণ মুসলমান,সুধীজন,সাংবাদিক ব্যাংকের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।