শ্যামনগরে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওঃ আব্দুল বারী আর নেই Admin Admin প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, জুলাই ২, ২০২২ এম কামরুজ্জামান, শ্যামনগর-সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা’র শ্যামনগরে উপজেলা পরিষদের তিনি বারের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আব্দুল বারী (৫৮) আর নেই। (ইন্নালিল্লাহি……………………. ………….রাজিউন)। শনিবার ২রা জুলাই সকাল ৯.৫৫ মিনিটে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন।মৃত্যুকালে তিনি ২ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের রুহের মাগফেরাত ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন,ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জ্জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি সহ উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষক সুধীজন। পরিবার সূত্রে জানা যায় উপজেলার আটুলিয়া ইউনিয়নের হাওয়ালভাঙ্গী গ্রামের নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনকার সম্পন্ন হবে। SHARES বিশেষ সংবাদ বিষয়: