শ্যামনগর সাব-রেজিস্ট্রার মইনুল হক এর বিরুদ্ধে দুদক অধিদপ্তরে অভিযোগ

এম কামরুজ্জামান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা’র শ্যামনগরে ভারপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার মইনুল হক এর অপসারণের দাবীতে ও তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি,সাধারন জনগনকে হয়রানী করা,মোটা টাকার বিনিময়ে জালিয়াতি দলিল রেজিষ্ট্রী করার অভিযোগে আদালতে মামলা সহ নানাবিধ অভিযোগ এর পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী মহলের পক্ষে কাশীমাড়ী এলাকার আব্দুস সাত্তার ও শ্যামনগর সদরের ইয়াছিন মোড়ল বাদী হয়ে লিখিত অভিযোগ করেছেন। তারা পৃথক পৃথক ভাবে দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান সেগুন বাগিচা ঢাকা,মহাপরিদর্শক নিবন্ধন অধিদপ্তর ঢাকা ও জেলা রেজিস্ট্রার সাতক্ষীরা বরাবর লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে অনিয়ম,দুর্নীতি সহ শ্যামনগর বাসী উপরোক্ত সাব-রেজিষ্টার মইনুল হক এর কারনে দারুন ভাবে হয়রানী ক্ষতিগ্রস্ত হচ্ছে,পাশাপাশি সরকারের রাজস্ব আদায়ে তিনি অন্তরায় হয়ে দাড়িয়েছেন। ভুক্তভোগী মহল সহ শ্যামনগরের সচেতন মহল তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের পাশাপাশি তার দ্রুত অপসারন দাবী করেছেন। অন্যথায় মানব বন্ধন, সমাবেশ,সংবাদ সম্মেলন সহ ক্ষতিগ্রস্ত মহলের পক্ষ হাইকোর্টে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বলে ভুক্তভোগী মহল জানিয়েছেন।
বিষয় নিয়ে সাব-রেজিস্ট্রার মইনুল হক এর সাথে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।