শ্রীলঙ্কায় কারফিউ জারি Abrar Atik Abrar Atik প্রকাশিত: ৯:০০ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০২২ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের প্রাসাদে বিক্ষোভকারীরা হামলা চালানোর চেষ্টা করলে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর দেশটির রাজধানী কলম্বোতে কারফিউ জারি করেছে পুলিশ।গত বৃহস্পতিবার রাতে এ ঘোষণা দেওয়া হয়। খবরে বলা হয়, অর্থনৈতিক তীব্র সংকটের মধ্যে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এসব বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট প্রাসাদে হামলা চালানোর চেষ্টা করছিলেন। এর পর পুলিশ কারফিউ জারি করে। কলম্বোর অধিকাংশ জেলায় এ কারফিউ ‘পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত’ জারি থাকবে বলে এক বিবৃতিতে জানিয়েছেন শ্রীলঙ্কার ইনস্পেক্টর জেনারেল অব পুলিশ বিক্রমরত্নে। এর আগে শত শত বিক্ষোভকারী রাজধানীর রিরিহানা এলাকায় অবস্থিত প্রেসিডেন্ট রাজাপাকসের ব্যক্তিগত বাসভবনে ঢুকে পড়ার চেষ্টায় ব্যারিকেডের প্রথম সারি ভেঙে ফেলে। এসময় পুলিশের সাথে তাদের ব্যাপক সংঘর্ষ ঘটে। এসময় ‘ফিরে যাও গোতা!’ এবং ’গোতা হলো স্বৈরাচার,’ বলে স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা। ফেসবুকে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, বিক্ষোভকারীরা একটি পুলিশ বাসে আগুন দিয়েছে।সব মিলিয়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে শ্রীলঙ্কায়।এ অবস্থা থেকে বের হওয়ার উপায় দেখছে না কেউই। SHARES আন্তর্জাতিক বিষয়: