সর্বকালের সেরা লেগ স্পিনার শেন ওয়ার্ন মারা গেছেন Abrar Atik Abrar Atik প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২২ অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার এবং ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা লেগ স্পিনার শেন ওয়ার্ন মারা গেছেন। শুক্রবার (৪ মার্চ) থাইল্যান্ডের কোহ সামুইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি – জানিয়েছে ফক্স ক্রিকেট। জানা গেছে, হার্ট অ্যাটাকে মারা গেছেন তিনি । মৃত্যুকালে তার বয়স ছিল ৫২ বছর। এদিকে ওয়ার্নের ম্যানেজমেন্ট এক বিবৃতিতে জানিয়েছেন, শেনকে তার কক্ষে অচেতন অবস্থায় পাওয়া গেছে।তারপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ১৯৯২ সালে সিডনি টেস্টে অভিষিক্ত শেন ওয়ার্ন বিশ্ব ক্রিকেটে আধিপত্য বিস্তার করে ছিলেন। যা টেস্ট ফরম্যাটে চূড়ান্ত পর্যায়ে তাকে নিয়ে গেছে। ১৯৯৯ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের সদস্য তিনি। ১৯৯৩ থেকে ২০০৩ সালের মধ্যে পাঁচটি অ্যাশেজ জয়ী দলের সদস্য ছিলেন এই লেগ স্পিনার। আন্তর্জাতিক ক্যারিয়ারে ৭০৮টি টেস্ট উইকেট নিয়েছেন তিনি। একজন অস্ট্রেলিয়ান হিসেবে সর্বোচ্চ এবং মুত্তিয়া মুরালিধরনের পর ২য় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। SHARES খেলাধুলা বিষয়: