সান্তাহারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার Ahsan Habib Ahsan Habib প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২১ আহসান হাবিব শিমুল (আদমদীঘি প্রতিনিধি) সোমবার দিবাগত রাতে পুলিশ সান্তাহার রেলওয়ে হাসপাতাল কলোনীর বস্তির এক বাড়ির শয়ন কক্ষ থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। নিহত গৃহবধূ আত্মহত্যা করেছে না কি হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে তা নিয়ে পুলিশসহ সব মহলে প্রশ্ন দেখা দিয়েছে। নিহত গৃহবধূ আলেফা বেগম (২৭) ওই বস্তির বাসিন্দা অটোচালক নুর মোহাম্মদ জনি (৩২) এর স্ত্রী। জানা গেছে, জনি ও আলেফা প্রেম করে প্রায় ১০ বছর পূর্বে বিয়ে করে। তাদের ৮ বছরের এক ছেলে সন্তান রয়েছে। আলেফার মায়ের পরিবারের দাবী, সম্প্রতি জনি অজ্ঞাত এক নারীর সাথে পরকিয়ায় জড়িয়ে পরে। এনিয়ে গত তিন মাস ধরে আলেফা-জনির মধ্যে পারিবারীক কলহ চলে আসছে। এর এক পর্যায়ে সোমবার দিবাগত রাতে শয়ন কক্ষ থেকে আলেফার ঝুলন্ত লাশ উদ্ধার হয়। পুলিশ মঙ্গলবার ময়না তদন্তের জন্য লাশ বগুড়া মর্গে পাঠিয়েছে। SHARES সারা বাংলা বিষয়: