সামরিক শক্তিতে আবারও শীর্ষে যুক্তরাষ্ট্র; বাংলাদেশের একধাপ অগ্রগতি Showhardo Shuvo Showhardo Shuvo প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১ ২০২১ সালে সামরিক শক্তির দিক দিয়ে শক্তিশালী দেশের র্যাংকিং প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার। র্যাংকিং-এ সামরিক শক্তিতে শীর্ষ অবস্থান ধরে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থানে আছে রাশিয়া, তৃতীয় চীন ও চতুর্থ ভারত। তবে এবছর এবারের র্যাংকিং-এ পাকিস্তান ও আরব আমিরাতের ব্যাপক অগ্রগতি হয়েছে। তবে এবারের র্যাংকিং-এ বাংলাদেশের এক ধাপ অগ্রগতি হয়েছে। এবার বাংলাদেশের অবস্থান হলো ৪৫তম, যা ২০২০ সালে ছিলো ৪৬তম। বিশ্বের ১৩৮টি দেশ নিয়ে গ্লোবাল ফায়ার পাওয়ার নামের আন্তর্জাতিক একটি গবেষণা প্রতিষ্ঠান। এতে ৫০টিরও বেশি মাপকাঠির ভিত্তিতে সামরিক শক্তি সূচকে স্কোর দেওয়া হয়েছে। তালিকার ক্ষেত্রে একটি দেশের সামরিক সরঞ্জামের সংখ্যার পাশাপাশি সামরিক সরঞ্জাম কতখানি বৈচিত্র্যপূর্ণ, সেটিও বিবেচনায় নেওয়া হয়েছে। এর মধ্যে বাংলাদেশের শক্তিসূচক ০.৭৪৯৭। সামরিক শক্তিতে পাকিস্তানের অবস্থান ১০ম। বাংলাদেশের আরেক প্রতিবেশী দেশ মিয়ানমারের অবস্থান ৩৮তম। এ ছাড়া আরব আমিরাত ৩৬তম। সামরিক শক্তিতে সর্বশেষ ১৩৮তম অবস্থানে আছে দক্ষিণ এশিয়ার দেশ ভুটান। তালিকা অনুযায়ী সামরিক শক্তিতে শীর্ষ ১০ দেশ হলো: ১. যুক্তরাষ্ট্র, ২. রাশিয়া, ৩. চীন, ৪. ভারত, ৫. জাপান, ৬. দক্ষিণ কোরিয়া, ৭. ফ্রান্স ৮, যুক্তরাজ্য ৯. ব্রাজিল ও ১০. পাকিস্তান। SHARES আন্তর্জাতিক বিষয়: