সারা দেশে ২৬ বিচারক ৯৭ কর্মচারী করোনায় আক্রান্ত Wasiq Ahmed Wasiq Ahmed প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০২০ অধস্তন আদালতের ২৬ জন বিচারক, সুপ্রিমকোর্টের ২৬ ও অধস্তন আদালতের ৭১ জন কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার সুপ্রিমকোর্টের মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন। এর আগে ২০ জুন তিনি জানিয়েছিলেন, অধস্তন আদালতে ২০ জন বিচারক, সুপ্রিমকোর্টের ২৪ জন কর্মচারী এবং অধস্তন আদালতের ৫৯ জন কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত। সর্বপ্রথম গত ২২ মে নেত্রকোনা জেলা ও দায়রা জজ শাহাজাহান কবির এবং এরপর মুন্সীগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম রোকেয়া রহমান আক্রান্ত হন। বর্তমানে তারা দু’জন সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন। এর আগে গত ১৪ জুন করোনাভাইরাসে আক্রান্ত অধস্তন আদালতের বিচার বিভাগীয় কর্মকর্তা ও সহায়ক কর্মকর্তা-কার্মচারীদের তথ্য চেয়েছিল হাইকোর্ট প্রশাসন। হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক স্মারক থেকে এ তথ্য চেয়েছিলেন। SHARES আইন আদালত বিষয়: