সিলেটে সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু Abrar Atik Abrar Atik প্রকাশিত: ২:৩৭ পূর্বাহ্ণ, মে ২৬, ২০২১ সিলেট নগরীর মির্জাজাঙ্গালে হোটেল নির্ভানা ইনের সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় এ ঘটনা ঘটে। হোটেলের ম্যানেজার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শিক্ষার্থী রৌদ্র নগরীর জিন্দাবাজার এলাকার বাসিন্দা। সে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিলো। নিহত রৌদ্রের সাথে থাকা তার বন্ধু একরাম হোসেন জানান, বিকাল ৫টার দিকে তারা হোটেল নির্ভানা ইনের সুইমিংপুলে সাঁতার কাটতে নামেন। এ সময় রৌদ্রের সহপাঠীরাও সাথে ছিলো। পুলে নামার আধাঘন্টার মধ্যে রৌদ্রকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজার পরও তাকে না পাওয়ায় হোটেলের কর্মীরা পুলে নামেন। তখন হোটেলের কর্মীরা দেখতে পান রৌদ্র পানির নিচে ডুবে আছে। সেখান থেকে উদ্ধার করে তাকে ওসমানী মেডিকেলে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। SHARES সিলেট কর্ণার বিষয়: