সুদানকে ৬৫ কোটি টাকা দিলো বাংলাদেশ Abrar Atik Abrar Atik প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২১ আফ্রিকার দরিদ্র রাষ্ট্র সুদানকে ৬৫ কোটি টাকা সহায়তা দিয়েছে বাংলাদেশ সরকার।আইএমএফ এর আহ্বানে সাড়া দিয়ে এ অর্থ দেওয়া হয় গত মঙ্গলবার ১৫ জুন। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার ওআইসির সদস্য বন্ধুরাষ্ট্র সুদানকে ঋণমুক্তি সহায়তা হিসেবে ৫ দশমিক ৩২ মিলিয়ন এসডিআর (প্রায় ৬৫ কোটি টাকা) দিয়েছে। বাংলাদেশ সরকারের এ অর্থায়ন দারিদ্র্য বিমোচনে সুদানের সংগ্রামকে আরও শক্তিশালী করবে বলেও আশা প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিতে। গত বছরও আইএমএফের উদ্যোগের অংশ হিসেবে সোমালিয়ার দারিদ্র্যমুক্তির জন্য আট কোটি টাকার সহায়তা করেছিল বাংলাদেশ। SHARES আন্তর্জাতিক বিষয়: