সুন্দরবন এক্সমার্ট পেট্রোল টিম অভিযানে কাকড়া সহ আটক-৬ Admin Admin প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২২ শ্যামনগর সংবাদদাতাঃ সাতক্ষীরা’র পশ্চিম সুন্দরবনে এক্সমার্ট পেট্রোল টিম অভিযানে কাকড়া সহ ৬ জেলে আটক। এক্সমার্ট পেট্রোল টিম ১ এর টিম লিডার ফরেষ্টার জিয়াউর রহমান জানান,সোমবার ১৫ আগস্ট সকাল ৭.৩০ মিনিটে পশ্চিম সুন্দরবন রায়মঙ্গল নদী সংলগ্ন আঠারো বেকি খাল থেকে নিসিদ্ধ কাকড়া সহ দুটি নৌকা,৪০ টি আটল সহ ৬ জেলে গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা হলেন মুন্সিগঞ্জ ইউনিয়নের চুনকুড়ি গ্রামের রউফ মোড়ল,মোঃ রাসেদুল মোল্লা কয়রা উপজেলার মোঃ হামিদ সরদার ছেলে সহিদুল সরদার,মোঃ সাহেব আলি সরদার মৃঃ আঃ খালেক গাজীর ছেলে মেহেদি হাসান, মোঃ আব্দুর রসিদ, আসামিদের কাছিকাঠা টহল ফাড়িতে হস্তান্তর করেন। আসামি দের জেলা কোট হাজতে প্রেরন এর প্রস্তুতি চলছিল। SHARES সাতক্ষীরা বিষয়: