”সুবিধাবঞ্চিত মানুষের কাছে হিরো আলম একজন মনবতার ফেরিওয়ালা।”

সোশ্যাল মিডিয়ার আলোচিত নাম হিরো আলম। বিনোদন দুনিয়ায় কাজের বাইরে অ’সহা’য় মানুষের পাশে বহুবার দাঁড়িয়েছেন তিনি। ক’রো’না’র এই কঠিন সময়ে আরও একবার অসহা’য় মানুষের আশার আলো হয়ে দাঁড়ালেন হিরো আলম।
নিজ এলাকা বগুড়ার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে গতকাল থেকে আজ পর্যন্ত মোট ৩০০ পরিবারকে ইফাতার সামগ্রী বিতরণ করলেন তিনি। এসবের মধ্যে ছিল মুড়ি, ছোলা, খেজুর, চিনি, ছোলা, শুকনো খাবার।
এই প্রসংগে হিরো আলম জানান, আমার সামর্থ অঅনুযায়ী ইফতার সমগ্রী দিয়েছি। আগামী ঈদের পাঁচ দিন আগে থেকেই সেমাই, চিনিসহ শাড়ি, লুঙ্গি বিতরণ করবো ঠিক করেছি। করোনা’র কারণে মানুষের হাতে কাজ নাই, টাকা নাই। তাদের পাশে দাঁড়াতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন।